শনিবার, ১১ মে ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্টার’নেট সেবায় প্রভাব’শালী কেউ প্র’ভাব খাটাতে পারবে না : প্রতি’মন্ত্রী পলক ঢাকাসহ আসপাশের লোড’শে’ডিং দেওয়ার ইঙ্গি’ত দিলেন বি’দ্যুৎ প্রতিমন্ত্রী ৫০ কোটি টাকার রেলস্টেশনে নেই আয় গাইবান্ধায় ট্রেনে কা’টা পড়ে এক নারী নি’হ’ত সন্দ্বীপে একটি ঘর পাওয়ার আকুতি বিধবা ও সন্তান বিহীন নাজমার চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দুই উপজেলায় ২৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল। জমির ভু’য়া খতিয়ান খুলে আদালতের ডি’ক্রি! আদালতের আদেশে উ’চ্ছে’দ ব’ন্ধ। অপরূপ প্রকৃতি ফুটেছে রক্তিম লাল কৃষ্ণচূড়া ফুল আশুলিয়া নয়, নতুন নকশায় গাজীপুর টঙ্গীতে যাবে মেট্রোরেল বশেমুরবিপ্রবিতে নিয়োগবোর্ডকে কে’ন্দ্র করে সাবেক উপাচার্যের বি’রু’দ্ধে মি’থ্যা’চারের অ’ভি’যো’গ ফেনীতে মেঘনা ব্যাংকের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে অটোস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে নিহত ৪ জন দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত কেউ আমাকে জনগণ থেকে দূরে সরাতে পারবে না : সংসদে প্রধানমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হাজীদের ফ্লাইট টঙ্গী থেকে দিয়া/বাড়ী মেট্রো/রেল স্টেশন পর্যন্ত শা,টল বাস চালু বাংলাদেশের উবার যাত্রীরা সবচেয়ে বেশি যেসব জিনিস ভুলে ফেলে যান পৃথিবীর সেরা হার্ডিঞ্জ ব্রীজ ধ্বংসের পাঁয়তারা চলছে কতিপয় রাজনৈতিক নেতার ছত্রছায়ায় তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বি’রু’দ্ধে গ’ণ ধ’র্ষ’ণ মা’ম’লা!

ঝিনাইদহে কৃষি ব্যাংক থেকে ঋন নিয়েছে ৪৫ হাজার অথচ নোটিশে ৭৫ হাজার

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ৯.৩১ অপরাহ্ণ
  • ৯৬ জন দেখেছে

ঝিনাইদহ সংবাদদাতা-

২০১৭ সালে কৃষক মহিউদ্দীন ঋন নিয়েছিলেন ৪৫ হাজার টাকা। অথচ গত বছরের ৭ নভেম্বর ঝিনাইদহ কৃষি ব্যাংক থেকে নোটিশ আসে ৭৫ হাজারের। অনেকের ঋন না জানিয়ে আবার রিকোভারি দেখিয়ে নতুন ঋন তোলা হয়েছে। এ ভাবেই কৃষি ব্যাংক ঝিনাইদহ শাখা থেকে ঋণ নিয়ে গ্যাড়াকলে পড়েছেন সদর উপজেলার গান্না এলাকার প্রায় শতাধিক কৃষক। ২০১৭ সালের আগে যারা এই ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন, ২০১৮ সালে তাদের না জানিয়ে রিকোভারি দেখানো হয়েছে। তখন কৃষকরা যে পরিমাণ ঋণ নিয়েছিলেন, বর্তমানে তাদের বাড়িতে পাঠানো ঋণ খেলাপির নোটিশের সাথে কোন মিল নেই। তথ্য নিয়ে জানা গেছে, পোস্ট অফিসের মাধ্যমে ঋণ গ্রহীতাদের বাড়িতে চুড়ান্ত নোটিশ পাঠায় ঝিনাইদহ কৃষি ব্যাংক। বিশেষ করে গান্না-মহারাজপুর এলাকার ঋণ গ্রহীতাদের সাথে এমন ঘটনা ঘটেছে। ঝিনাইদহ সদর উপজেলার চান্দেরপোল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মহিউদ্দিন ২০১৭ সালে কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে ছিলেন ৪৫ হাজার টাকা। গত ৭ ডিসেম্বর ব্যাংক থেকে ইস্যু করা নোটিশে ঋণের পরিমাণ দেখানো হয়েছে ৭৫ জাহার টাকা। যা পরিশোধের শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর ২০১৯। এই তারিখের মধ্যে পরিশোধ না করায় বর্তমানে সুদ-আসলে তার পরিশোধিত টাকার পরিমাণ দেখানো হয়েছে এক লাখ ৪১ হাজার ৭৪৩ টাকা। চান্দেরপোল গ্রামের নবীছদ্দিনের ছেলে ইদবার আলী ২০১০ সালে ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। বর্তমানে তার সুদ-আসলে টাকার পরিমাণ দাড়িয়েছে ৫৫ হাজারে। চান্দেরপোল গ্রামের মৃত ওসমান আলীর ছেলে তাজ উদ্দীন, ছানারদ্দিন বিশ^াসের ছেলে হেলাল উদ্দিন, জলিল মন্ডলের ছেলে আলম হোসেন, আব্দুল কাদেরের ছেলে তবিবার ও তাইজেলসহ গান্না ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঋণ গ্রহীতাদের ঋনের সঙ্গে নোটিশের কোন মিল নেই। কৃষক তাজ উদ্দীন ও মহি উদ্দীনের ব্যাংকে ঋণের কাগজ পত্রে দেখা যায়, তাদের ঋণ ২০১৮ সালে রিকোভারি করা হয়েছে। কিন্তু এই রিকভারির খবর তাদের জানা নেই। তৎকালীন তদন্ত কর্মকর্তা প্রদীপ কুমার ও মতিয়ার রহমান এই টাকা রিকোভারি দেখান। অভিযোগ উঠেছে রিকোভারির সময় ঋণের পরিমাণ বাড়িয়ে সেই টাকা তারা আত্মসাৎ করেছেন। এর মধ্যে তদন্ত কর্মকর্তা প্রদীপ কুমার অবসরে চলে গেছেন। মতিয়ার রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে এই এলাকায় তদন্ত কর্মকর্তা (আইও) হিসাবে দায়িত্ব পালন করছেন এহিয়া নামের আরেক কর্মকর্তা। তিনি বলেন, আগের তদন্ত কর্মকর্তা কি করেছেন আমি বলতে পারবো না। কাগজপত্রে যে টাকা রয়েছে সেটায় গ্রহীতাকে দিতে হবে। বিষয়টি নিয়ে ব্যবস্থাপক শাহাবুদ্দীন বলেন, নোটিশে মামলার খরচ, আসল ঋণ, সুদের পরিমাণ, প্রচারণার খরচ যোগ করে পাঠানো হয়েছে। মামলার আগেই পরিশোধ করলে মামলার খরচ ও প্রচারণার খরচ বাদে শুধু সুদসহ ঋণ পরিশোধ করতে হবে।

Comments

comments

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ
Close
© 2018-2022, daynikekusherbani.com- All rights reserved.অত্র সাইটের কোন - নিউজ , ভিডিও ,অডিও , অনুমতি ছাড়া কপি/ অন্য কোথাও ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Design by Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com