সাহেদ আহমেদ (সৌরভ)নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
বাইশমৌজারের শালিশ কারক হাজী মোঃ মকবুল হোসেন মেম্বার আর নেই,
তার জানাযার পর দাফন সম্পন্ন।
ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন এর বীরগাঁও গ্রামের কৃতি সন্তান,
বাইশমৌজা শালিশী পরিচালনা কমিটির সাবেক পরিচালক,
বীরগাঁও পশ্চিম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, ও বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের সাবেক গবর্ণিং বডির সদস্য,
হাজী মোঃ মকবুল হোসেন মেম্বার ৮-০১-২০২৩ ইং রোজ রোববার, সকাল ৭ঃ৩০ মিঃ উনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
ছয় পুত্র, এক মেয়ে সহ অসংখ্য গুণীজন রেখে গেছেন।
রোববার বাদ আছর নামাজের পর বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজার শেষে ওনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযা নামাজে হাজার হাজার লোকের সমাগম হয়।
এসময় উপস্থিত ছিলেন,
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম,
নবীনগর পৌর সভার সাবেক মেয়র মাইন উদ্দিন মাইনু,
বীরগাঁও ইউনিয়ন পরিষদের দুই বারের চেয়ারম্যান হাজী কবির আহমেদ,
বীরগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,
বাইশমৌজার বিশিষ্ট শালিশ কারক আলাউদ্দিন খান আলম।
বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন,
বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মরহুমের বড় ছেলে মোঃ কবির হোসেন মাষ্টার,
জেলা জিটিভির সাংবাদিক জহির রায়হান,
আশুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান।
নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মফিজুল হক মুকুল,
নবীনগর উপজেলা যুবদলের বর্তমান আহবায়ক এমদাদুল বারী,
নবীনগর উপজেলা ইসলামি ঐক্য জোটের নেতা মাওলানা মেহেদী হাসান।
বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন সরকার,
বীরগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সেলিম খান,
বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও সমাজ সেবক মোঃ কবির হোসেন সরকার,
বাইশমৌজা যুব সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম খান,
বীরগাঁও ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফালু,
বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন,
উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের গবর্ণিং বডির সভাপতি মোঃ কাউছার মোল্লা।
নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী,
নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল,
জেলা যুবদলের সদস্য শাহেদ শারফিন মুন্সি,
নবীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ,
নবীনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অনন্ত হীরা,
বীরগাঁও ইউনিয়নের বিশিষ্ট শালিশ কারক মোঃ রফিক মিয়া,
বীরগাঁও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার সহ নবীনগর উপজেলা ও এলাকার রাজনৈতিক, সামাজিক, আত্মীয় স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের বড় ছেলে বীরগাঁও স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক মোঃ কবির হোসেন মাস্টার ও তার ছোট ছেলে বীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন তার পিতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।