ইলিয়াস কামাল বাবু ::
সন্দ্বীপে রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক রতন কান্তি দাশকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানায় রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিত মন্ডলী ও বিদ্যালয় পরিচালনা কমিটি।
রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল কাশেম এর সঞ্চালনায় ১৯ জানুয়ারী, সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি মশিউর রহমান বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল ওয়াহাব, লিটন চন্দ্র সুত্রধর, সন্দ্বীপ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এ.পি.পি এডভোকেট সাইফুদ্দিন মিলাদ, বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সহ সভাপতি সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, সদস্য মোঃ ওমর ফারুক, সন্দ্বীপ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সদস্য মোক্তাদের মাওলা ফয়সাল।
সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, সহকারী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাশ, সিনিয়র শিক্ষক
বাবুল আকতার, দেলোয়ার হোসেন, প্রভাকর চক্রবর্ত্তী, শাহাদাত হোসাইন, শামসুল ইসলাম, রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি’র সদস্য লিপি গাঙ্গুলি তাহমিনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করে তৃতীয় শ্রেণির ছাত্র ইমতিয়াজ কামাল আদিব এবং গীতা থেকে পাঠ করে পঞ্চম শেণির ছাত্রী রাখী দে শ্রেষ্ঠা।
বিদায়ী প্রধান শিক্ষক রতন কান্তি দাশকে নিয়ে স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিরিন শারমিন লিপি, আয়শা বেগম,সুমী চৌধুরী ও সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল কাশেম সহ উপবিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী প্রধান শিক্ষক রতন কান্তি দাশ এর হাতে সম্মাননা ক্রেস্ট সহ অন্যান্য স্মৃতি উপহার তুলে দেন। পরে আমন্ত্রিত সবাই প্রীতি ভোজে অংশ নেন।