এডভোকেট এ এম আনোয়ারুল কবির অ্যান্ড অ্যাসোসিয়েটের উদ্যোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মোঃ ইমলাক এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়। গত ২৩ জানুয়ারী’২৩ কোর্ট বিল্ডিং জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকাল ১১ টায় খতমে কোরআন তেলোয়াত করা হয়। বাদ জোহর মিলাদ- মাহফিলের ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবু তায়েব ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি চট্টগ্রাম আইনজীবী সমিতি ও প্রিন্সিপাল বঙ্গবন্ধু “ল” কলেজে এ.এম আনোয়ারুল কবীর এই সময় তিনি বলেন – এডভোকেট ইমলাক আমার যৌবন বয়সে ছাত্র ছিলো,ও উকালতিতে ও আমার ছাত্র ছিল। সে অত্যন্ত ভদ্র মেধাবী ছাত্র ছিল। আমি তাকে স্নেহ করতাম এবং ভালবাসতাম। সে তার মেধা এবং যোগ্যতা দিয়ে উপরের দিক উঠেতেছিল। হয় তো সে আরে অনেক দূর যেতো। সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। তাঁর মৃত্যুতে আদালত অ্ঙ্গনে শূন্যতা সৃষ্টি হয়েছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- এডভোকেট মোহাম্মদ ইদ্রিস ভূঁইয়া, এডভোকেট শামসুল আলম চৌধুরী, এডভোকেট সেকান্দর বাদশা, এডভোকেট মোহাম্মদ ইদ্রিছ, এডভোকেট মিলাদ উল আমিন, এডভোকেট ফোরকান চৌধুরী, এডভোকেট মোসাদ্দেক মাওলা, এডভোকেট জামাল হোসেন, এডভোকেট মুজাহিদুল ইসলাম ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, মরহুমের পুত্র ইয়াছিন আরাফাত জাহেদ, এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক শেখ ফরিদ, হুমায়ুন কবীর হেলালী, রিমন ভূঁইয়া সহ আইনজীবী, শুভাকাঙ্ক্ষীগন সহ প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলো।