বাদল রায় স্বাধীন ::
আগামী ৩ ফেব্রুয়ারী শুরু হতে যাচ্ছে কৃষ্ণকলি ইমু গ্রুপ কতৃক আয়োজিত সংগীত প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় অনলাইনে ইমুর মাধ্যমে বাংলাদেশ, ভারত ও মধ্য প্রাচ্য হতে বিভিন্ন প্রতিযোগি অংশ গ্রহন করবেন। ১৫ বছর বয়স পযর্ন্ত ক গ্রুপ ও ১৫ এর উপরে যারা তাদের খ গ্রুপ সহ মোট ১০০ প্রতিযোগি অংশ গ্রহন করবে এ প্রতিযোগিতায়।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করবেন পন্ডিত ১০৮ দেবানন্দ মহারাজ জি রাধা কৃষ্ণ মন্দির, মথুরা বৃন্দাবন।
অনুষ্ঠানের ফাইনাল রাউন্ডে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ও কৃষ্ণকলি ইমুগ্রুপের উপদেষ্টা এ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণীক, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি লিঠন চন্দ্র পাল, বিশিষ্ট লোকসংগীত ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী কুদ্দুছ বয়াতি, বিশ্ব বাংলা সাংস্কৃতিক পরিষদের অধ্যক্ষ কন্ঠশিল্পী সুরকার ও সংগীত পরিচালক এস ডি লাল।
কৃষ্ণকলি গ্রুপের কর্নধার রোমেল মজুমদার বলেন, অনলাইনকে কাজে লাগিয়ে সব সনাতনীকে এক প্লাটফর্মে নিয়ে এসে ধর্ম চর্চা করা আমাদের মূল উদ্দেশ্য। প্রবাসে বা গ্রাম গঞ্জে সনাতনীদের মধ্যে যারা ভালো গান করেন তাদের কৃষ্ণকলি প্লাটফর্মে এনে নিজেদের বিকশিত করার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এ আয়োজন।
তিনি আরও বলেন, সংগীত প্রতিযোগিতা শেষ হওয়ার পর পর শুরু হবে বেদ মন্ত্র ও গীতা পাঠ প্রতিযোগিতা। সকল সনাতনীকে কৃষ্ণকলি গ্রুপে যুক্ত হয়ে সনাতন ধর্মের প্রচার ও প্রসারে ভুমিকা রাখার আহ্বান জানান কৃষ্ণকলি গ্রুপের পরিচালক রোমেল মজুমদার।