ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর মুন্সীবাড়ি সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে রাশিদা আউয়াল ফাউন্ডেশনের অর্থায়নে কৃষ্ণনগর ইউনিয়নের প্রায় সহস্রাধিক অসহায় দরিদ্র ও শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার সকাল ১০ টায় কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় । রবিউল আওয়ালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর মুন্সীবাড়ি সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি রাশেদুর রহমান চঞ্চল। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ তালাওয়াত হোসেন শাহীন।
কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ কাজী মলাই মিয়া, বাইশমৌজা যুবসংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খান, লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল, প্রবীন আওয়ামী লীগ নেতা আবু তাহের ,সামসুল আলম, দৌলতপুর মুন্সীবাড়ি সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত অভিভাবক সদস্য ফকরুল আলম টনিক! আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সকল উপদেষ্টাগণ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৌলতপুর মুন্সীবাড়ি সমাজ কল্যাণ সংগঠনের সকল সদস্যবৃন্দ।