মোঃ এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী মির্জাপুর ইউনিয়নের চারিয়ায় কৃষি জমির টপসয়েল কর্তনের অভিযোগের ভিত্তিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৪ জানুয়ারি বেলা ১২ টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। অভিযোগ প্রমানিত হওয়ায় চারিয়া মির্জাপরের আবদুল হালিমের ছেলে মো. কাজী আবদুর রহিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, একটি এক্সেভেটর দিয়ে আবাদি জমি খনন করা হচ্ছে এবং ড্রাম ট্রাক সহযোগে মাটি পরিবহন করা হচ্ছে। এ প্রেক্ষিতে এক্সেভেটরটি আটক করা হয় এবং উল্লিখিত জরিমানা আরোপ করা হয়। অভিযানে সহযোগিতা করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন।
উপজেলা নির্বাহী অফিসার বলছেন কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক’র সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন।