১৯৯৪ সালের ৪ জুলাই সংগীত পিপাসু এক তরুণ মোহাম্মদ বদরুল হাসান (টিটু) চট্টগ্রামে প্রতিষ্ঠা করেন বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড নেক্সাস। সাথে ছিল বন্ধু উজ্জ্বল কুমার বড়ুয়া। পরবর্তীতে আমিন, বাপ্পী, মোরশেদ ব্যান্ডে যোগ দেয়। পূর্ণাঙ্গ লাইন-আপ নিয়ে পথ চলতে শুরু করে ব্যান্ড দল নেক্সাস।
নগরীর কদমতলী সংলগ্ন ধনিয়ালা পাড়ায় নিজস্ব প্র্যাক্টিস প্যাডে শুরু হয় নিয়মিত অনুশীলন। আসতে থাকে একের পর এক শো। অক্টোবর মাসে চট্টগ্রাম ব্যান্ড ইনস্টিটিউট এর আয়োজনে চট্টগ্রাম শিশু একাডেমি মাঠে নিজস্ব গান নিয়ে কনসার্টে অংশগ্রহণ করে নেক্সাস। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
নেক্সাস এ পর্যন্ত প্রায় ১ হাজার ছোট বড় শো তে অংশগ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি ও ল-বিভাগ ও লেডিস হলের কনসার্ট, বন্দর স্টেডিয়াম, সিটি কলেজ, রাঙ্গামাটি কলেজ, ফেনী কলেজ, ফেনী স্টেডিয়াম, মেরিন একাডেমি,বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, ইউএসটিসি, ইন্জিনিয়ার ইনস্টিটিউট ও কক্সবাজার সমুদ্র সৈকতের কনসার্টসমূহ।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে নেক্সাস নিয়মিত ব্যান্ড শো পরিবেশন করে এসেছে। এর মধ্যে নেক্সাসের একক ব্যান্ডশো উল্লেখযোগ্য। নেক্সাসের প্রতিষ্ঠাতা ভোকাল মোহাম্মদ বদরুল হাসান (টিটু)র কথা, সূরে পাঁচটি গান নিয়ে পরিবেশিত হয় মিউজিক এক্সপ্রেস নামে টিভি শো।
বিটিভিতে এ পর্যন্ত মোট ৯টি গান সম্প্রচারিত হয়েছে। এর মধ্যে গুরু জেমস, অন্ধকার, আর কতকাল, বদলেছে দিন, আঁধারের বুক চিরে, তোমাকে ছাড়া, যত সুখ তত ব্যাথা, দূর নন্দিনী উল্লেখযোগ্য। সবগুলো গানের লিরিকস ও টিউন করেছেনে বদরুল টিটু।
বর্তমানে বেজ গিটারিস্ট আমিনের নেতৃত্বে চমৎকারভাবে এগিয়ে চলছে নেক্সাস। ইতিমধ্যে নেক্সাসের আরও তিনটি নতুন গান কম্পোজিশনের কাজ চলছে। অচিরেই গানগুলো নেক্সাসের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।
নেক্সাস তার এই দীর্ঘ পথচলায় দুবার বন্যার্তদের সাহায্যার্থে তহবিল গঠনে ইন্জিনিয়ার ইনস্টিটিউট ও শিল্পকলা মিলনায়তনে কনসার্টের আয়োজন করে। আয়োজন করে প্রতিষ্ঠা বার্ষিকীর কনসার্টও।
নেক্সাসের বর্তমান লাইন আপ হলো –
আমিন – বেস, ব্যান্ড লিডার
নেক্সাসের সাথে যোগাযোগ – বদরুল টিটু (01711750133), আমিন (01716075099)
Comments
comments