মোঃ এরশাদ আলী :: দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস হেরিটেজ হালদার নদীতে গভীর রাতে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
গতকাল ৩০ এপ্রিল রাত ১১ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে হাটহাজারী ও রাউজান উভয় পাশ থেকে মোট ০৯ টি জাল জব্দ করা হয়। হালদায় আসন্ন প্রজনন মৌসুমকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে মা মাছের আনাগোনা বেশ বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে মৎস শিকারিরা উৎপেতে বসে আছে এসকল মা মাছ শিকারের জন্য।
গোপন সূত্রে ভিত্তিতে ইউএনও শাহিদুলের নেতৃত্বে একটি টিম রাত ১১ টার দিকে হাটহাজারীর গড়দুয়ারা এলাকায় অভিযান শুরু করে। ক্রমান্বয়ে মেখল, ছিপাতলী ও গুমান মর্দ্দন ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করেন আইডিএফ মৎস কর্মকর্তা ফয়েজ রাব্বানী, মেখল ইউনিয়ন পরিষদ সদস্য মামুন ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ।
মোহাম্মদ শাহিদুল আলম দৈনিক একুশের বাণীকে বলেন হালদায় আসন্ন ডিম সংগ্রহ মৌসুমকে সামনে রেখে উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের বিভিন্ন নির্দেশনা রয়েছে। মা মাছ সুরক্ষিত থাকলে ডিম তথা রেনু উৎপানের পরিমাণ বাড়বে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পাশাপাশি হালদা পাড়ের সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।