পারভেজ হাসান সখীপুর টাংগাইল
সোমবার (১ মে) সকালে উপজেলার কাকাড়াজান ইউনিয়নের জিতাশ্বরী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূ নাসরিন ওই গ্রামের মোঃ শামসুল হকের ছেলে (কুয়েত প্রবাসী) মোঃ জামাল বাদশার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহানন্দপুর বাজার বণিক সমিতি সভাপতি ও মাটি ব্যবসায়ী মনির হোসেন এবং জিতাশ্বরী গ্রামের মৃত মোঃ মুক্তার আলীর ছেলে মোঃ সজীব হোসেন ফারুক নিষিদ্ধ ট্রাফি ট্রাক্টর দিয়ে মাটির ব্যবসা করে আসছিলেন।
সোমবার সকালে ওই গ্রামের জামাল বাদশার বাড়িতে অবৈধ ট্রাফি ট্রাক্টর দিয়ে মাটি ফেলে। এক পর্যায়ে মাটি বোঝাই ট্রাক্টরটি গৃহবধূ নাসরিন আক্তারকে চাপা দেয়।
এ সময় তাঁর মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
স্থানীয় ০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে নিহত গৃহবধূর ছেলে হৃদয় মিয়া জানান, মা আমাদের তিন ভাই বোনকে এতিম করে চলে গেলেন। ঘাতক চালক একটু সচেতন থাকলে এমন হতো না।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কোন অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Comments
comments