পারভেজ হাসান সখীপুর টাংগাইল
টাঙ্গাইলের সখীপুরে বিষপানে আয়েশা আক্তার নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিষপান করার ৪ দিন পর আজ সোমবার (০১ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আয়েশা উপজেলার কচুয়া গ্রামের আজহার আলীর মেয়ে। তিনি সখীপুর সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
জানা যায়, পারিবারিকভাবে তার বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছিল। কিন্তু তিনি বিয়েতে রাজি ছিলেন না। তার সঙ্গে স্থানীয় এক সহপাঠী যুবকের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। অন্যত্র বিয়ের কথা শুনেই আয়েশা আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
তার এমন অকাল মৃত্যুতে পরিবারের লোকজন ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Comments
comments