একুশের বাণী প্রতিবেদক :: চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আমুছিয়া ইউনিয়ন শাখার সভাপতি, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক একুশের বাণী পত্রিকার সহকারী সম্পাদক সাংবাদিক ও কালাইয়ারহাট সিকদার বাড়ি আল ফালাহ্ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ মন্নান ও কালাইয়ারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাফরের পিতা মরহুম হাজী আবদুল ছালাম সওদাগরের কবরস্থানে গত ৩মে ২০২৩ বুধবার বাদে আসর কালাইয়ারহাট সিকদার বাড়ী আল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবরস্থানে দোয়া মাহফিল ও জিয়ারত করা হয়।
এসম উপস্থিত ছিলেন সূফিকথা ম্যাগাজিনের বার্তা সম্পাদক, বোয়ারখালী প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী, রাউজান প্রেস ক্লাবের সদস্য লেখক সাংবাদিক নুর মোহাম্মদ, আল-ফালাহ্ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নাছির উদ্দীন, মোয়াজিন মৌলানা আবুল কালাম, মাওলানা শাহসূফি নুর আহমদ ভাণ্ডারী,মোঃ জাফর সওদাগর, আবদুর সবুর বাবুল, মোঃ নাসির উদ্দিন, মোঃ শামসুল আলম, মোঃ বদিউল আলম ভাণ্ডারী,মিজানুর রহমান অভি।উল্লেখ্য যে গত ৯ জানুয়ারি সোমবার ভোর ছয়টায় মরহুম হাজী আবদুল ছালাম সওদাগর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।