মুহাম্মদ আনিসুর রহমান হানিফ :: বাঁশখালীতে থানা পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অভিযান পরিচালনা কারী এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সঙ্গীয় ফোর্সসহ এক দল পুলিশ বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারের দক্ষিণ পাশে বাঁশখালীর প্রধান সড়কে শনিবার (১২ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে ২জন মাদকারবারীদের ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ আলী(৫৫), পিতা-লালু মিয়া, মাতা-মৃত সখিনা খাতুন, সাং-দক্ষিন নেঙ্গুরবিল, ৩নং ওয়ার্ড, বটতলী ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং মোঃ বুলবুল ইসলাম (৪০), পিতা-মৃত আকবর আলী, মাতা-আমিনা প্রঃ আমেনা খাতুন, সাং খুকনী, মধ্যপাড়া, ৯নং ওয়ার্ড, খুকনী ইউপি, থানা-এনায়েতপুর, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা সহ গ্রেফতার করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন (পিপিএম) বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ধারা-৩৬ (১) সারণির ১০ (গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী থানার মামলা নং-২২ তারিখ-১৩/০৫/২০২৩খ্রি: মামলা রুজু হয়েছে।