একুশের বাণী প্রতিবেদক :: সিলেটে অ্যাডভেঞ্চার এ্যামেচার রেডিও ডে ২০২৩ আয়োজন বিষয়ক এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে ২০২৩) রাত ০৯:৩০ মিনিটে গুগল মিট-এ এই সভার আয়োজন করে এ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশ (এআরএসবি)।
সভাটি পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি অনুপ কুমার ভৌমিক (S21TV)। সভায় অংশগ্রহণ করেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, আশিকুর রহমান সাজু, সাদাত সাগর, ফুয়াদ হাসান, সায়েদ হাসান সাকিব, রহমান পুলক,সাদিকুর রহমান, শাওন সরকার, তানভীর ইসলাম, জাহিরুল ইসলাম প্রমুখ। সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী ৯ জুন ২০২৩ শুক্রবার দিনব্যাপী সিলেটের যে কোন একটি পাহাড়ের পাদদেশে অ্যাডভেঞ্চার এ্যামেচার রেডিও ডে ২০২৩ আয়োজন করা হবে।
দিনব্যাপী আয়োজনে থাকবে এ্যামেচার রেডিও এর নানান বিষয়ে বিশেষ করে কীভাবে একজন হ্যাম অন্য হ্যামদের সাথে কথা বলে, হ্যামদের ব্যবহৃত কিউ কোডস ও ব্যবহারিক জ্ঞান, এইচএফ-ভিএইচএফ ব্যান্ডের ব্যবহার, এ্যান্টেনা ব্যবহার, ফান্ডামেন্টাল রেডিও ইঞ্জিনিয়ারিং, রেডিও রেগুলেশন, এ্যামেচার রুলস এবং যে কোন দুর্যোগ মোকাবেলায় এ্যামেচার রেডিও এর ব্যবহার কীভাবে করতে হয় ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ।
এছাড়া প্রথমবারের মত ঢাকা-সিলেটের চলন্ত ট্রেনে পরীক্ষামূলক ভাবে হ্যাম রেডিও যন্ত্রপাতি সেটিং করে পর্যাবেক্ষণ করা হবে সেটি কাজ করে কিনা। বাংলাদেশে এ্যামেচার রেডিও চর্চা বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইতিমধ্যে যাদের এ্যামেচার রেডিও লাইসেন্স রয়েছে তারাসহ গত ১৩ মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক আয়োজিত এ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষা-২০২৩ এ অংশ নিয়েছেন শুধুমাত্র তারা অ্যাডভেঞ্চার এ্যামেচার রেডিও ডে ২০২৩ এ অংশ নিতে পারবেন। অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি অপশন-এ: ৩১৫০/- টাকা, অপশন-বি: ২৪০০/- টাকা এবং অপশন-এ: ১২০০/- টাকা।
ফি জমাদানের শেষ তারিখ ২৪ মে বিকেল ৪টা। ফি জমাদানের মাধ্যম যমুনা ব্যাংক লি., এএফ প্রিন্টিং প্রেস, হিসাব নং: ১০০১০০০১০৯৬৬০। প্রত্যেক অংশগ্রহণকারীদের জন্য থাকবে খাবারের ব্যবস্থাসহ একটি পোলো শার্ট, একটি কালো ক্যাপ এবং সনদপত্র।
প্রত্যেক অংশগ্রহণকারীকে কিছু শর্ত অবশ্যই মনে চলতে হবে- যেমন, শৃঙ্খলা, প্রকৃতি ও স্থানীয় পরিবেশের ক্ষতি না করা, অবৈধ ও ক্ষতিকর দ্রব্য বহন না করা, অনুমতি ব্যতীত আয়োজন স্থল ত্যাগ না করা, আয়োজন স্থলে ধুমপান না করা, অসুস্থ ও নিয়মিত চিকিৎসাধীন ব্যক্তি এতে অংশগ্রহণ করতে পারবেন না এবং কোন মাদকাসক্ত, সমাজ বা রাষ্ট্র বিরোধী কোন ব্যক্তি বা গোষ্ঠী এই আয়োজনে অংশ নিতে পারবে না।