এম এ মন্নান :: চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে গোয়াল ঘর থেকে ষাঁড় চুরি করে সড়কে রেখে পালিয়ে গেছে চোর। গত ২৪ মে বুধবার ভোর অনুমান ৪ টার দিকে পূর্ব আমুচিয়া বড়ুয়া পাড়ার বঙ্কিম বড়ুয়ার গোয়ালঘর থেকে একটি ষাঁড় চুরি করে নিয়ে যায়। তবে ষাঁড়টি কালাইয়ারহাট বাজারের দক্ষিণ পূর্ব পাশে সারোয়াতলী পিসি সেন উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় মৃত আলী মিয়ার পুত্রবধূরা দেখতে পেলে চোর ষাঁড়টি রেখে পালিয়ে যায় ঐ সময় আবদুল করিম সওদাগর লাল রংয়ের ষাঁড়টি তাহাদের ঘরের উঠানে বেঁধে রেখে স্থানীয় লোকজনকে খবর দিলে এলাকার স্থানীয় লোকজন ষাঁড়ের ছবিসহ facebook সোশ্যাল মিডিয়ায় প্রচার করে।
খবর পেয়ে চুরি হওয়া ষাঁড়ের মালিক আমুচিয়া ইউপি সদস্য আবু জাফর তালুকদার সহ এলাকার গণ্যমান্য লোকজনদের কে নিয়ে কালাইয়ারহাটস্হ মৃত আলী মিয়ার বাড়িতে এসে চুরি হওয়া ষাঁড়টি সনাক্ত করে এবং আমুচিয়া ৭নং ইউপি সদস্য শেখ কামাল ও ইউপি সদস্য আবু জাফর তালুকদারের উপস্থিতিতে চুরি হওয়া ষাঁড়টি মালিক বঙ্কিম বড়ুয়াকে বুঝিয়ে দেওয়া হয়।ষাঁড়টির আনুমানিক বাজার মূল্য ৫০/৬০ হাজার টাকা হবে বলে জানাযায়।
কিছুদিন থেকে বোয়ালখালীতে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী পুলিশ টহল জোরদার করাসহ চোরদের গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।