দুই কর্মকর্তার মৃত্যুতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার শোক প্রকাশ করেছেন। মাত্র এক দিনের ব্যবধানে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা জেলার দুই জন কর্মকর্তা ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি মো: কাউসার আলী শহরের রসুলপুর তার নিজ বাড়িতে অসুস্থতা জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। এর মাত্র একদিন আগে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সদস্য আলমঙ্গীর হোসেন রবিবার রাত আনুঃ ১টার সময় পুরাতন সাতক্ষীরা নিজ বাড়িতে স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
কর্মকর্তাদের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগীস্টস সমিতি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক এস.এম কবির উদ্দীন বাবলু, যুগ্ম আহ্বায়ক এ.এম জালাল উদ্দীন বিলু, যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান, সদস্য আনিছুর রহমান লিটু, জিল্লুর রহমান জুয়েল, কাজী আকতার হোসেন, রেজাউল হক টুটুল, সদর উপজেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক রেজওয়ান হক খোকনসহ কর্মকর্তা বৃন্দ।