মোঃ সেলিম হোসেনঃ
গাজীপুর মহানগর সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া ৪২ গত রোববার রাত সাড়ে আটটা আকষ্মিক ষ্টোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রেখে গেছেন, গতকাল সোমবার বেলা ১১ঃ০০ টায় মরহুমের নামাজে জানাজা পূর্ব কলমেশ্বর বালির মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, ৩৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মীর ওসমান গনী কাজল, ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মনিরুজ্জামান ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বাবুল হোসেন মন্ডল, স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতের নেতা, স্থানীয় সাংবাদিক সহ হাজার হাজার লোক উপস্থিত হন। জানাজা শেষে গাছা থানাধীন কলমেশ্বর পূর্বপাড়া গায়েন বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মোশারফ ভূঁইয়া মৃত্যুতে গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার মাজহারুল আলম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনজুরুল করিম রনি, সদস্য সচিব মোঃ শওকত হোসেন সরকার, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজু সহ বিভিন্ন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।