স্কুলগামী দুই শিক্ষার্থী ভাইবোনের দুজন ক্ষুধার্ত-তৃষ্ণার্ত ভিক্ষুকের প্রতি সহানুভূতি নিয়েই এই শর্ট ফিল্মটির চিত্রনাট্য। নাসরীন হীরার গল্প ও চিত্রনাট্যে এতে অভিনয় করেন ইয়াসিন-নুর- ইসলাম ওহি।রাবেয়া জামান এঞ্জেলা, মুরাদ হাসান ও সায়েম উদ্দীন। সিনেমাটোগ্রাফার ছিলেন তানভীর রহমান। সার্বিক সহযোগীতায় জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর। শর্টফিল্মটি পরিচালকের নিজস্ব ইউটিউব চ্যানেল নাসরীন হীরা’তে জুলাই মাসে প্রকাশ পাবে।