ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুর বাজারে জমি নিয়ে বিরোধের জেরে সবুজ আহমেদ নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান লেদ মেশিনের কারখানা ও বরফ ফ্যাক্টরি ভাঙচুর, নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। ভবানীপুর বাজার কমিটির সভাপতি সরোয়ার হোসেন ছরুর নেতৃত্বে হামলা,ভাংচুর ও লুটপাটে অংশ নেন ঠান্ডু মিয়া,তারেক ও মিঠু নামের তিনজন।
এ ঘটনার পর থেকে ভয়ে আর আতংকে দিন কাটাচ্ছে সবুজের পরিবারের বাকী সদস্যরা।
বরফকল ও ব্যবসা প্রতিষ্ঠানের ভাঙচুরের বিষয়ে ভুক্তভোগী সবুজ জানান, আমার বাবা হারুন অর রশিদ আর আমি আমাদের দোকানে বসে ছিলাম। বিবাদীরা আমার সম্পর্কে চাচা হয়। তাদের সাথে আমাদের পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধ চলছে।
আমরা সবাই কুষ্টিয়া জেলার ইবি থানার বাসিন্দা। তবে আমাদের বেশ কিছু জায়গা হরিণাকুন্ডু থানার ভবানীপুর বাজারে আছে।
আমার ছোট চাচা ঠান্ডু মিয়া বর্তমানে ভবানীপুর বাজারে এসে বসবাস করে।
দাদার সম্পত্তির অংশীদার হিসেবে একই জমিতে আমার বাবা ভবানীপুর বাজারের রাস্তার পাশে একটি বরফ কল ও লেদ মেশিনের ব্যবসা করে আসছে। কিন্তু আমার বাকি দুই চাচা ও তার ছেলেরা জমি ছেড়ে দেওয়ার জন্য বারবার হুমকি ধামকি ও ভয়-ভীতি দেখিয়ে আসছে আমরা তাদের সঙ্গে কোন প্রকার বিরোধ না করে চুপচাপ থাকার চেষ্টা করি।
কিন্তু গত ৪/৬/২০২৩/ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭-৩০ মিনিটের সময় বাজারের বর্তমান সভাপতি আমার চাচা ছরুর নেতৃত্বে বেশ কিছু লোকজন নিয়ে আমাদের দোকানপাট ভাঙচুর করে। তারা আমাকে এলোপাতাড়ি মারধর,বকাবকি করে বলে আজকের মধ্যে এই জায়গা খালি করবি এই জমির অনেক দাম না হলে তোকে ও তোর বাবাকে প্রাণে মেরে ফেলবো।
বরফকল ভাঙচুর শেষে তাঁরা আমার ক্যাশ টেবিল থেকে আনুমানিক১ লক্ষ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়।
এই ঘটনার পরে আমি হরিনাকুন্ডু সদর হাসপাতালে ভর্তি হই এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু তারপরেও তারা আমাকে বিভিন্ন রকম ভয় ভীতি হুমকিধান কি প্রদান করেই চলেছে।
সরজমিনে ঘটনার অনুসন্ধান করে মারধর ও ভাঙচুরের সত্যতা মেলে। তবে এসব ভাংচুর ও লুটপাটের বিষয়ে ভবানীপুর বাজার কমিটির সভাপতি সরোয়ার হোসেন ছরুর কাছে জানতে চাইলে সে জানান, হারুন অর রশিদ আমার সম্পর্কে ভাই হয়।
তার সঙ্গে আমার পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধ আছে। আমি তাদের জায়গা জমি সঠিকভাবে বন্টন করে নিতে বলেছি কিন্তু তারা নিতে চাই না।
সেজন্য আমার অন্য ভাইয়েরা তাঁর উপর রাগ করে তার ছেলে রাজুর উপর হালকা-পাতলা কিছু মারধর করে ও দোকানের মালপত্র বাইরে ফেলে দেয়। এটা খুব বড় কোন বিষয় না।
ভবানীপুর ব্যবসার প্রতিষ্ঠান ভাঙচুরের বিষয়ে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আবু আজিভ কাছে জানতে চাইলে তিনি জানান, তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর বাজারে এক ব্যবসায়ীর বরফ কল ও দোকানপাট ভাঙচুর করেছে হলে আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেব। এ বিষয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে। কারো ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গা সম্পূর্ণ অন্যায়।
Comments
comments