মোঃ মোশারফ হোসেন সরকার :: ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস মঙ্গলবার ( ১১ জুলাই ) দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বরকত উল্লাহ , উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন প্রমুখ।
পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া ১ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের উদ্বোধন করেন। এছাড়া বৃক্ষরোপন করেন।