মোঃ ছানোয়ার হোসেন :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের,আলে খারকান্দা গ্রামের ছোট ভাই আমির হোসেনর হাতে (৩৩), খুন হলেন বড় ভাই আনোয়ার হোসেন (৩৬), এরা দুই ভাই আলে খারকান্দা গ্রামের মৃত্যু নুরা খাঁর ছেলে। টয়লেট দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দিনগত রাত ১০ টার সময় এঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আনোয়ার একজন পিকআপ ড্রাইভার, খুনি আমির হোসেন একজন ভ্যান চালক। এদের বাড়ী নদী ভাঙ্গন এলাকায় এরা উভয়ের অভাব অনটনের মধ্যেই চলে। বাড়িতে জায়গা জমি কম তার মধ্যে বাড়িটি নদী ভাঙ্গনের মুখে। বড় ভাই আনোয়ার টয়লেট দেওয়ার জন্য ছোট ভাই কে বললে সে বাধা দেয়।
এনিয়ে ছোট ভাই আমিরের সাথে বাড়ীর আঙ্গিনায় কথা কাটাকাটি হচ্ছিল এক পর্যায়ে উভয়ের মাঝে ধাক্কাধাক্কি হয়। তখন ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই বাড়ীর সাথেই খাদে পড়ে যায়। খাদে ছিল সিমেন্টের বাঁধ দেওয়া পাটা। ঐ পাটায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
তখন স্থানীয়রা আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় রাতেই ভাংগা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি খুনের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। খুনিকে গ্রেফতারের চেষ্টা চলছে।